Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

জাতীয় মহিলা সংস্থা

নাটোর জেলা কার্যালয়,নাটোর

সেবা সমূহ

বাংলাদেশের জনসংখ্যার এক বিশাল অংশ নারী। নারী উন্নয়ন তাই জাতীয় উন্নয়নের অন্যতম শর্ত।সম অংশগ্রহন ও সম অংশদারিত্ব নারীর সাংবিধানিক অধিকার।জাতীয় উন্নয়ন,দারিদ্র বিমোচন ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নারী-পুরুষের সম অংশদারিত্ব ও নারীর সাংবিধানিক অধিকার নিশ্চিত হওয়া জরুরী। জাতীয় মহিলা সংস্থা, নারীর অর্থনৈতিক উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি,দক্ষতা উন্নয়ন ও অধিকার সংরক্ষনের মাধ্যমে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।জাতীয় মহিলা সংস্থা একটি সংবিধিবদ্ধ স্বায়ত্বশ্বাশিত সংস্থা এর মূল লক্ষ্য দরিদ্র,অসহায়,দূঃস্থ মহিলা ও বেকার শিক্ষিত মহিলাদের আত্ন কর্মসম্পাদনের পথ সৃষ্টি করা ।আর তারই অংশ হিসাবে জাতীয় মহিলা সংস্থা,নাটোর জেলা শাখা নিম্নে উল্লেখিত সেবা প্রদান করা হয়ঃ

ক)জাতীয় জীবনে সকল ক্ষেত্রে মহিলাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা

খ)মহিলাদের জন্য কারিগরি ও বৃত্তিমুলক প্রশিক্ষণের ব্যবস্থা করা

গ)নারীর সামাজিক নিরাপত্তার জন্য আইনগত সহায়তা প্রদান

ঘ)নারী উদ্যেক্তাদের ক্ষমতায়ন ও কর্মদক্ষতা বিকাশে সহায়তা প্রদাণ

ঙ)আধুনিক তথ্য প্রযুক্তিতে নারীর অংশ গ্রহণের সুযোগ সৃষ্টি করা

চ)মহিলাদের আইনগত অধিকার রক্ষার্থে সহায়তা ও কাউন্সিলিং করা

ছ)মহিলাদের স্বার্থে সংশ্লিষ্ট বিভিন্ন সন্মেলন,সেমিনার ও কর্মশালার ব্যবস্থা করা

জ)নারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিবস পালন করা । যেমন- আন্তর্জাতিক নারী দিবস,বিশ্ব মা দিবস, বেষ্ট ক্যান্সার দিবস, বেগম রোকেয়া দিবস এ ছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,জাতীয় শিশু দিবস,স্বাধীনতা দিবস,বংলা নববর্ষ,মহান বিজয় দিবস সহ গুরুত্বপূর্ন বিষয়ের উপর মানববন্ধন প্যালন করা হয়।

আমাদের অর্জন সূমহ

জাতীয় মহিলা সংস্থা একটি সংবিধিবদ্ধ স্বায়ত্বশ্বাশিত সংস্থা। এর মূল লক্ষ্য সমাজের দূঃস্থ ,অসহায়,স্বামী পরিতাক্তা,বিধবা ও শিক্ষিত বেকার মহিলাদের আত্ন-কর্মসংস্থানের ব্যবস্থা করা। তারই অংশ হিসাবে জাতীয় মহিলা সংস্থা নিম্নে উল্লেখিত প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছেঃ

 ০১. সারাদেশে ৬৪ টি জেলা ও ৫০ টি উপজেলার মাধ্যমে(সেলাই , কাটিং , এ্যাম্বয়ডারী ও বয়স্ক শিক্ষা) পশিক্ষন প্রদান। (মেয়াদ কাল ৪ (চার) মাস)

 ০২.দেশের সব জেলায় জেলা ভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রর মাধ্যমে শিক্ষিত বেকার মহিলাদের ৬(ছয়) মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ প্রদান

 ০৩. সারাদেশে সব জেলা সহ ৭৪ টি কেন্দের মাধ্যমে নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে(সাবান,মোমবাটি ও সোপিছ তৈরি, ব্লক বাটিক ও স্ক্রীন প্রিন্ট,চামড়া জাত দ্রব্য তৈরি, নকশিকাথা ও কাটিং, বাইন্ডিং ও প্যকেজিং, সেলাই এ্যাম্বডারী, পোল্ট্রি উন্নয়ন)ও অন্যান্য প্রশিক্ষণ প্রদান

 ০৪. সারাদেশে ৩০ টি জেলায় নারীদের অর্থনৈতিক ক্ষমতা উন্নয়নের জন্য (খাদ্য প্রক্রিয়াজাতকরন ,বিউটি ফিকেশন , অফিস ব্যবস্থাপনা, মাসরুম চাষ, বিজনেস ম্যানেজম্যান্ট)ট্রেডে ৪ (চার) মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান